পাহাড়ে আগুনে পুড়ে জুম চাষির মৃত্যু
২৬ মার্চ ২০২৫ ০৮:৩৬
রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে জুম পোড়াতে গিয়ে টয়েন ত্রিপুরা (৫০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাজেক ইউনিয়নের কংলাক পাড়া এলকায় নিজের জুম পুড়ানোর জন্য আগুন দিতে গিয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা (জন)।
নিহত টয়েন ত্রিপুরা কংলাক পাড়া এলাকার অমিত্য কুমার ত্রিপুরার ছেলে।
সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, দুপুরে কংলাক পাড়া এলাকায় নিজের জুম পুড়ানোর জন্য আগুন দেয় টয়েন ত্রিপুরা। তবে আগুন মুহূর্তে চারিদিকে ছড়িয়েছে পড়লে সে আগুনের মাঝখানে পড়ে যায় এবং আগুন থেকে বের হতে না পেরে সে নিজেই আগুন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বললেন, সাজেকে জুম পুড়ানোর সময় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এসআর
অগ্নিদগ্ধ আগুনে পুড়ে মৃত্যু জুমচাষির মৃত্যু রাঙ্গামাটি সাজেক ইউনিয়ন