হামিম গ্রুপের জেনারেল ম্যানেজারের মরদেহ উদ্ধার
২৬ মার্চ ২০২৫ ০৯:০৯
ঢাকা: নিখোঁজের দুইদিন পর রাজধানীর তুরাগ এলাকা থেকে হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) আহসান উল্লাহর (৪৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) তুরাগ থানার ১৬নম্বর সেক্টরের সড়কের পাশে ফাকা জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার তুরাগ ১৬ নম্বর সেক্টর ফাকা সড়কের পাশ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় তার মাথাসহ শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ সড়কের পাশে ফেলে গেছে।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তি হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার ছিলেন। পরিবার নিয়ে তুরাগ চন্ডাল ভোগ এলাকায় থাকতেন। গত ২৩ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার থানায় জিডি করেছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর