Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারাতে না পেরে হতাশ হামজা

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ০৯:২২ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১২:২৪

দারুণ খেলেও ভারতের বিপক্ষে ড্র করেছেন হামজারা

বাংলাদেশ-ভারত ম্যাচটা বাড়তি ‘হাইপ’ পেয়েছে তার কল্যাণেই। অনেক অপেক্ষার পর গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলা হামজা অবশ্য জয়ের স্বাদ পাননি। অনেক সুযোগ মিসের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে হামজা বলছেন, ভারতের বিপক্ষে জয় না পেয়ে খানিকটা হতাশ তিনি।

বিজ্ঞাপন

এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে শিলংয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ম্যাচের প্রথম মিনিট থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছেন হামজারা। বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ নষ্ট করায় জয়বঞ্চিত হয়েছেন তারা। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি দুই দলের কেউই।

বাংলাদেশ ড্র করলেও পুরো ম্যাচে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হামজা। বিশেষ করে বল দখলের লড়াইয়ে তিনি ছিলেন দুর্দান্ত। অবসর ভেঙে ফেরা ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রিকে দারুণভাবেই সামলেছেন তিনি।

একের পর এক সুযোগ নস্ট করে ড্র করায় বেশ হতাশ হামজা, ‘আমরা কিছু মিস করেছি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়। এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল।’

বাংলাদেশের হয়ে মাঠে নামতে পেরে গর্বিত হামজা, ‘বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি, এতে আমি গর্বিত। এই এক ড্রতেই শেষ নয়। আমরা অনেক দূর যেতে চাই।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত শিলং হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর