চট্টগ্রামে রণাঙ্গনের বীর যোদ্ধাদের শ্রদ্ধায় স্মরণ
২৬ মার্চ ২০২৫ ১০:২২ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১২:২৪
চট্টগ্রাম ব্যুরো: মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামের আপামর মানুষ। প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ভোরে নগরীর উত্তর কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শুরু হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এরপর নবনির্মিত স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা প্রশাসক ফরিদা খানম। এছাড়া আরও ফুল দিয়ে জানান জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকেও ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করা হয়। বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা, গান-কবিতাসহ নানা আয়োজনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া বীর সন্তানদের স্মরণ করছে বন্দরনগরী।
অন্যদিকে বুধবার সকাল থেকেই নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।।
এদিন শহীদ মিনারে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র ট্রাস্ট, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী, খেলাঘর, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠন।
সারাবাংলা/আইসি/এসআর
২৬ মার্চ চট্টগ্রাম বীর যোদ্ধাদের শ্রদ্ধায় স্মরণ রণাঙ্গনের বীর সারাবাংলা স্বাধীনতা দিবস