Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার

লোকাল করসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১০:৩৬ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১২:৩৫

গার্ড অব অনার

বেনাপোল: যশোরের শার্শা কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল ৮টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। পরে নূর মোহাম্মদের পরিবার তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরকারি পরিচালক মো. মাসুদ রানা, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

ছবির গল্প নৌকার হাট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর