Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিখুঁত ফিনিশার’ না থাকায় বাংলাদেশের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ১১:১১

ভারতের বিপক্ষে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ

হামজা চৌধুরীর অভিষেক ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারত। বড় জয়ে ভারতকে তাদের মাটিতে হারিয়েই উল্লাসে মাতার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত ড্র নিয়েই বাড়ি ফিরছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্রয়ের পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, নিখুঁত ফিনিশার থাকলে এই ম্যাচে জয় পেতে পারত তার দল।

ম্যাচের প্রথম মিনিটের এসেছিল গোলের দারুণ এক সুযোগ। এরপর পুরো ম্যাচজুড়েই একের পর এক গোলের সুযোগ নস্ট করেছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। মজিবুর রহমান জনি, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, রাকিব হোসেনদের সবাই গোলের দ্বারপ্রান্তে গিয়েও হতাশ করেছেন।

বিজ্ঞাপন

ভালো ফিনিশিং পেলে ভারতকে হারাতে পারত বাংলাদেশ, মানছেন কাবরেরা, ‘আমাদের শুধু না, সব দলেরই ফিনিশার দরকার। রাকিব, জনি, হৃদয় সবাই সুযোগ পেয়েছে, ইমনও। সেট পিস থেকেও কিছু সুযোগ এসেছিল। আমাদের সেরা সব স্ট্রাইকার আছে। তবে আমাদের আরও ভালো ও নিখুঁত ফিনিশার দরকার।’

জয় না পেলেও দলের খেলার সন্তুষ্ট কাবরেরা, ‘আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছি। ৪-৫টার মতো হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনটাই কাজে লাগাতে পারিনি। ভারতের মাঠে আমরা এতগুলো সুযোগ তৈরি করেছি, এটাই ম্যাচের ইতিবাচক দিক।’

ভারতের বিপক্ষে ড্রয়ের পর বাছাইপর্বের গ্রুপ সি এর শীর্ষে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি দুই দল সিঙ্গাপুর ও হংকং। বাকি দুই ম্যাচ জিতে মূল পর্বে খেলার ব্যাপার আশাবাদী কাবরেরা, ‘এই গ্রুপ ভারত সবচেয়ে শক্তিশালী দল। আমাদের বিশ্বাস করতে হবে যে, এশিয়ান কাপে খেলার যোগ্যতা আমাদের আছে। এটা বিশ্বাস করা ছাড়া উপায় নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বাংলাদেশ হাভিয়ের কাবরেরা হামজা চৌধুরী

বিজ্ঞাপন

বরগুনায় বাসচাপায় ৩ ভাই নিহত
২৯ মার্চ ২০২৫ ১৩:৩৪

আরো

সম্পর্কিত খবর