জুলাই অভ্যুত্থানের দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস
‘দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই’
২৬ মার্চ ২০২৫ ১১:০৭ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৩:১৯
বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস – ছবি : সংগৃহীত
ঢাকা: জুলাই অভ্যুত্থানের দিকে ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই৷ যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়।’
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে তাড়িয়ে নতুন আস্বাদ পাওয়া গেছে। অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে যে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই৷ যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়, সুতরাং একাত্তরের স্বাধীনতায় তাদের ভূমিকা ছিল না। স্বাধীনতার স্বাদ মাঝে ‘হারিয়ে গিয়েছিল’, যেটা নতুন করে ফিরে পেয়েছি ৫ অগাস্টের পর।
তিনি বলেন, এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারে, সেজন্য পরম আল্লাহর কাছে আমরা দোয়া করব।
রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের বিষয়ে মির্জা আব্বাস বলেন, অনৈক্য কিছু নাই, স্বার্থ সংঘাত আছে। প্রত্যেকটা দলে যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শের জায়গা থেকে তারা কথা বলে যাচ্ছে। এটাকে আমি অনৈক্য বলব না। এমন সময় যদি কখনো আসে, জাতীর বৃহত্তর ঐক্যের প্রয়োজন হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নেই।
সারাবাংলা/ইএইচটি/আরএস