Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরচুন সুজের গুদামের আগুন রাতেই নিভিয়ে ফেলা হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১১:২৭ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৪:২২

বরিশালে বিসিক শিল্পনগরীতে ফরচুন সুজের গুদামে মঙ্গলবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে – ছবি : সংগৃহীত

বরিশাল: জেলার কাউনিয়া বিসিক শিল্পনগরীর রফতনিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফরচুন সুজ’ এর একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে আগুনের এ সূত্রপাত হয়। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশালের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে রাত সাড়ে ১১টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে কাউনিয়া এলাকার বিসিক শিল্পনগরীর ফরচুন সুজ লিমিটেডের গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, হঠাৎ করেই তারা গোডাউনে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, আর পুরো নিভিয়ে ফেলতে এক ঘণ্টার অধিক সময় লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তবে গোডাউনটি চারদিক থেকে আটকানো ও মালামালে পরিপূর্ণ থাকায় আগুন নেভাতে শুরুতে কিছুটা বেগ পেতে হয়। পরে ধোঁয়ার কারণেও কিছুটা বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া তাৎক্ষণিক বলা সম্ভব নয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

বরিশালে বিসিক শিল্পনগরীতে ফরচুন সুজের গুদামে আগুন

বিজ্ঞাপন

বরগুনায় বাসচাপায় ৩ ভাই নিহত
২৯ মার্চ ২০২৫ ১৩:৩৪

আরো

সম্পর্কিত খবর