শরীয়তপুরে নারীকে কুপিয়ে হত্যা
২৬ মার্চ ২০২৫ ১১:২৬ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৪:২২
শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৪) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা।
বুধবার (২৬ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বারই জঙ্গল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মুক্তা বেগম ওই গ্রামের মান্নান গাজীর স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মান্নান গাজী তারারি নামাজ পড়া শেষে বাড়ি এসে দেখেন স্ত্রীর রক্তাক্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতদের স্বামী মান্নান গাজী বলেন, এশারের নামাজ আজান দিলে আমি বাড়ির গেট বন্ধ করে নামাজ পড়তে যাই। পরে এসে দেখি গেট ভিতর থেকে আটকানো। পরে ঘরে ঢুকে দেখি খাটের ওপর আমার স্ত্রীর গলাকাটা লাশ পড়ে আছে। কান ছেঁড়া, দাঁত উপরানো। ধারালো অস্ত্র দিয়ে কোপানো। হত্যাকারীরা আমার স্ত্রীর কান ছিঁড়ে কানের দুল ও গলায় থাকার স্বর্ণের চেইনসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩/৪ জনের এক দল ডাকাত এ ঘটনা ঘটাতে পারে। তবে, কেউ আক্রোশমূলক বা অপ্রকৃতিস্থ ব্যক্তি এমন নির্মমভাবে এ ঘটনা ঘটনাতে পারে। তবে, এই পরিবারের সঙ্গে কারো শত্রুতা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ তদন্ত উদঘাটন ও দোষীদের গ্রেফতারে কাজ করছে।
সারাবাংলা/এসআর