বেনাপোল সিমান্তে ৯৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লোকাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৩:০৯
২৬ মার্চ ২০২৫ ১৩:০৯
বেনাপোল: যশোরের বেনাপোল পোর্টথানার সীমান্তবর্তী মানিকিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজাসহ সবুজ হোসেন মুন্না (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (২৬ মার্চ) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করা হয়।
আটক সবুজ হোসেন মুন্না বেনাপোল পোর্টথানার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মিনাজুল ইসলামের ছেলে।
যশোর র্যাব-৬, কোম্পানি অধিনায়ক রাসেল জানান, বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মিনাজুলের বাড়িতে গাঁজা মজুদ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সবুজ হোসেন মুন্নাকে আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৬ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসআর