Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সিমান্তে ৯৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৩:০৯

বেনাপোল: যশোরের বেনাপোল পোর্টথানার সীমান্তবর্তী মানিকিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজাসহ সবুজ হোসেন মুন্না (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৬ মার্চ) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করা হয়।

আটক সবুজ হোসেন মুন্না বেনাপোল পোর্টথানার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মিনাজুল ইসলামের ছেলে।

যশোর র‌্যাব-৬, কোম্পানি অধিনায়ক রাসেল জানান, বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মিনাজুলের বাড়িতে গাঁজা মজুদ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সবুজ হোসেন মুন্নাকে আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৬ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

ফোন ধরুন এলফের মতো!
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮

সাতক্ষীরায় যুবকের মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪

আরো