Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:৩৭

নওগাঁ সদর হাসপাতালে ভর্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ছয়জন

নওগাঁ: নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। দুপুর পর্যন্ত জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার থানার ‍উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, সকালে খবর পেয়ে অজ্ঞান অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহর ও শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণে রেখেছেন।

সারাবাংলা/এসআর

অজ্ঞান পার্টি অজ্ঞান পার্টির খপ্পর নওগাঁ

বিজ্ঞাপন

প্রশিক্ষণ দিলেন মিলা
২৯ মার্চ ২০২৫ ১৫:৩৩

একসঙ্গে ১৫ নাটক
২৯ মার্চ ২০২৫ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর