Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতা দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৪:১৯

জশাহীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা

রাজশাহী: রাজশাহীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উদযাপন হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বুধবার (২৬ মার্চ) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর জেলা পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনি করা হয়। ভোরের শুরুতেই রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

এদিন ভোর সাড়ে ৬টায় কোর্ট শহিদ মিনারে ফুল দেন শ্রদ্ধা নিবেদন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এরপর সকাল ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

তবে এ বছর রমজানের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ বন্ধ থাকায় আনুষ্ঠানিক কার্যক্রমে অনেকটা ভাটা পড়েছে। সীমিত পরিসরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বুধবার দুপুরে জাতির সুখ-শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়া দিবসটিতে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী কেন্দ্রীয় কারাগার, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিনম্র শ্রদ্ধা রাজশাহী স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

প্রশিক্ষণ দিলেন মিলা
২৯ মার্চ ২০২৫ ১৫:৩৩

একসঙ্গে ১৫ নাটক
২৯ মার্চ ২০২৫ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর