Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাখিল পরীক্ষার রুটিন সংশোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:৩৯

ঢাকা: ২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি (রুটিন) সংশোধন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা সংশোধিত ও নতুন রুটিনে বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে পরিবর্তন করা হয়েছে ব্যবহারিক পরীক্ষার তারিখ।

নতুন রুটিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। আর উচ্চতর গণিতের পরীক্ষা নতুন রুটিনে অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ১৩ মে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৬ মার্চ এক বিজ্ঞপ্তি মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছিল, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো।

উল্লেখ্য, আগামী আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে দাখিল পরীক্ষা। শেষ হবে ১৫ মে। আগের রুটিন পরীক্ষা তবে ১৩ মে শেষ হওয়ার কথা ছিল। ব্যবহারিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে তা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২০ মে পর্যন্ত।

সারাবাংলা/জেআর/আরএস

দাখিল পরীক্ষা রুটিন সংশোধন