Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রায় উত্তরের পথে বেড়েছে যানবাহনের চাপ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৭:১৩ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:৩৮

মহাসড়কে বেশি দেখা যাচ্ছে প্রাইভেটকার ও মোটরসাইকেল

সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। মহাসড়কে বেশি দেখা যাচ্ছে ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মোটরসাইকেল।

বুধবার (২৬ মার্চ) সকালে সরেজমিনে সিরাজগঞ্জের মহাসড়কে ঘুরে দেখা যায়, এখনো পুরোদমে শুরু হয়নি ঘরমুখো মানুষের ঈদযাত্রায়। তবে বাসের চাপ না থাকলেও উত্তরের এই মহাসড়কে বাড়তে শুরু করেছে ব্যক্তিগত গাড়ির চাপ।

বিজ্ঞাপন

ঢাকা থেকে ছেড়ে আসা এসআই এন্টারপ্রাইজের চালক আজাদ রহমান বলেন, ঈদ উপলক্ষ্যে গতকাল থেকেই মানুষ ঘরে ফেরা শুরু করেছে। তবে গতকালের চেয়ে আজকে একটু যাত্রীদের চাপ বেশি দেখা যাচ্ছে। অফিস আদালত ছুটি হলে পুরোদমে ঈদযাত্রা শুরু হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, আজ সকাল থেকে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে বাস ট্রাকের চেয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল চোখে পড়ছে বেশি। ঈদের সময় যতো এগিয়ে আসবে মহাসড়কে যানবাহনের চাপও বাড়তে থাকবে।

ওসি বলেন, এবারের ঈদ যাত্রায় আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জের মহাসড়কে ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করছি কোনো দুর্ভোগ ছাড়াই ঘরে ফিরবে মানুষ।

সারাবাংলা/এইচআই

ঈদযাত্রা ঘরমুখো মানুষ নাড়ির টানে বাড়ি যমুনা সেতু যানবাহনের চাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর