Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় মামলা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ২০:২৯ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২৩:২৪

ধানমন্ডিতে র‌্যাব পরিচয় ডাকাতি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করেছেন অলংকার জুয়েলারির মালিক ভুক্তভোগী হান্নান আজাদ। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) রাতে ধানমন্ডি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডাকাতির ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। এছাড়া, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আজ আদালতে তোলা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে কিনা? জানতে চাইলে পারভেজ ইসলাম বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। আগামীকাল বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।’

এর আগে, বুধবার ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় প্রায় ২৫ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন দু’জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও তিনজন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান। এ সময় ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করে পুলিশে দেয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

টপ নিউজ ডাকাত পরিচয় ধানমন্ডি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর