‘সাফ’র আয়োজনে প্যারিসে ঈদ মেলা অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৫ ২০:৪০
ফ্রান্স: সলিডারিটি আজি ফ্রান্সের (সাফ) আয়োজনে গত ২৩ মার্চ প্যারিসের রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ মেলা। প্রবাস জীবনে একটুখানি আনন্দের ছোঁয়ায় সাময়িকের জন্য হলেও জীবনকে রাঙিয়ে তোলার প্রয়াস হিসেবে সলিডারিতে আজি ফ্রান্স প্রতিবছর ঈদের আগ মুহূর্তে ‘বাণিজ্য মেলা: ঈদ বাজার’ আয়োজন করে থাকে।
বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। পঞ্চম বারের মতো ‘বাণিজ্য মেলা: ঈদ বাজার’ আয়োজিত হলো প্যারিস শহরের প্রাণকেন্দ্র রিপাবলিক চত্বরে।
মেলার শুরুতেই সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মেলার উদ্বোধন কার্যক্রম শুরু করা হয়। সকাল ১০টা থেকেই মেলায় অংশগ্রহণকারীদের আগমনের মধ্য দিয়ে পুরো রিপাবলিক চত্বর কানায় কানায় পরিপূর্ণ ও মুখরিত হয়ে ওঠে। মেলায় ক্রেতাদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় সব অনুষ্ঠানের আয়োজন ছিল।
কুইজ প্রতিযোগিতা ও খেলাসহ বাচ্চাদের জন্য ছিল বিশেষ আয়োজন। মেলায় অংশগ্রহণকারী সকল প্রবাসীদের পদচারণায় সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত একটা আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মেলায় প্রায় পঞ্চাশের অধিক স্টল ছিল এবং সন্ধ্যা ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শেষ হয়।
সারাবাংলা/পিটিএম