Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সারাবাংলা ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ২১:২১ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২১:২৩

শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আজ ২৬ মার্চ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন একাত্তোরের মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনগণ। এ ছাড়া বিভিন্ন কার্যক্রম পালনের মাধ্যমে দিনব্যাপী দিবসটি উদ্‌যাপন করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) সারাবাংলা.নেটের ডিস্ট্রিক্ট করসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে স্বাধীনতা দিবস…

খুলনা: মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়।

দিবসটি উপলক্ষ্যে সিনেমা হল ও উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন/প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বাদযোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। ঐদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়।

যশোর: যশোরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হচ্ছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, কুজকাওয়াজ, র‌্যালি, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনাসভা, প্রার্থনা, হাসপাতাল, জেলখানা ও ইয়াতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশনসহ দিবসটির তাৎপর্য সমন্বিত নানা কর্মসূচি।

বিজ্ঞাপন

নরসিংদী: নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। প্রত্যুষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

টাঙ্গাইল: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

ভোরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এরপর টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়।

পাবনা: পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পাবনার স্বাধীনতার স্মৃতিসৌধ দূর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা প্রেসক্লাব। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষে পাবনার স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়াও পাবনার শহিদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন- পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনসহ অন্যান্যরা।

বাগেরহাট: দিবসটি উপলক্ষ্যে বাগেরহাটের বিচার বিভাগ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৭টায় বাগেরহাট পৌরসভার দশানীস্থ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় বাগেরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান, সহকারী জজ মো. তুহিনুল ইসলাম ও মুহাম্মদ আলী তালহা।

কুষ্টিয়া: জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে জেলা কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় জেলার বধ্যভূমিগুলোতে। এ ছাড়াও দিবসটি ঘিরে বেশ কয়েকটি কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল প্রমুখসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সকল দফতর প্রধান, রাজনৈতিক দলের নেতা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পটুয়াখালী: দিবসটিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী নানা কর্মসূচি পালন করেছে। সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এ সময় বিদ্যালয়ের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পতাকা উত্তোলন এবং মার্চ পিটিসহ বিভিন্ন ধরনের শারীরিক কসরত সম্পন্ন হয়।

সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মিলনায়তনে সকল বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার (শিক্ষা) বিএন।

সারাবাংলা/এইচআই

৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন জাতীয় দিবস মহান স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর