Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অপহরণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ২১:৪৩ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২১:৪৮

অভিযুক্ত হারুন মৃধা

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় মাইশা মনি (১০) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপরহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হারুন মৃধাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) বিকেলে ওই শিশুটির বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় হারুন মৃধার নামে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালী বাদুরা গ্রামের হারুন মৃধা কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে মাইশাকে বড় মসজিদ সংলগ্ন সড়কের ওপর থেকে তার বাসায় নিয়ে যায়। পরে সারারাত তাকে তার ঘরের টয়লেটে আটকে রাখে। রাতভর মাইশার বাবা মোরশেদ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অবগত করেন। বুধবার সকালে হারুন মাইশাকে তার ঘরে তালাবদ্ধ করে বাজারে চলে আসেন। মাইশা এ সুযোগে কৌশলে পিছনের দরজা খুলে বাড়িতে এসে তার পরিবারকে সব খুলে বলেন। পরে হাসপাতাল প্রাঙ্গন থেকে স্থানীয়রা হারুনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর