Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৭:৩১ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:৫২

ইশরাক হোসেন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে আদালতের রায়ে মেয়র হিসেবে বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘ন্যায় বিচার পেয়েছি। সেই ধারা ফিরে আসুক দেশে। তবে, মেয়র হিসেবে শপথ নেব কিনা সেটি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

এর আগে, ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে করা ইশরাকের মামলার রায়ে নৌকা প্রতীকে নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয় এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। ইশরাককে মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন।’

সারাবাংলা/এজেড/এইচআই

ইশরাক হোসেন টপ নিউজ ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র

বিজ্ঞাপন

ঈদ হোক সাম্যের উৎসব
৩১ মার্চ ২০২৫ ১৯:৪৬

১৬৪ হলে ঈদের ৬ সিনেমা
৩১ মার্চ ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর