আর্জেন্টিনার কাছে হেরে চাকরি হারালেন ব্রাজিল কোচ
২৯ মার্চ ২০২৫ ০৯:০৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৪:১৭
সাম্প্রতিক সময়ে ব্রাজিলের বাজে পারফরম্যান্স আভাস দিচ্ছিল এমন কিছুর। শেষ পর্যন্ত আর ব্রাজিলের কোচের পদে থাকতে পারলেন না দরিভাল জুনিয়র। আর্জেন্টিনা কাছে লজ্জার হারের পর কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে দরিভালকে।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বটা একেবারেই ভালো কাটছে না ব্রাজিলের। সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলার লক্ষ্যে বারবারই হোঁচট খেয়েছে দরিভালের ব্রাজিল। সবশেষ আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছেন তারা।
আর্জেন্টিনার কাছে হারের পর থেকেই গুঞ্জন উঠেছিল, ব্রাজিল ডাগআউটে দরিভালের সময় শেষ। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে নিশ্চিত করেছে, কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে দরিভালকে, ‘দরিভাল জুনিয়র এখন থেকে আর ব্রাজিলের কোচের পদে নেই। তাকে আমরা ধন্যবাদ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। এখন থেকে দরিভালের বদলি খুজবে ব্রাজিল।’
২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচের দায়িত্ব পান দরিভাল। সব মিলিয়ে ১৬ ম্যাচে দায়িত্ব পালন করেছেন দরিভাল। এর মাঝে জয় এসেছে ৭টিতে, পরাজয় ৭ ম্যাচে। ড্র হয়েছে ২টি ম্যাচ।
দরিভালের পর কে ব্রাজিলের দায়িত্ব নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির নাম।
সারাবাংলা/এফএম