Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ বলে ফিফটি, অভিষেকে আব্বাসের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১২:৩৯

অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন আব্বাস

জন্মভূমির বিপক্ষেই হয়েছে তার ওয়ানডে অভিষেক। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে প্রথমবার ওয়ানডে ফরম্যাটে খেলতে নেমেছিলেন ২১ বছর বয়সী মুহাম্মদ আব্বাস। প্রথম ম্যাচেই গড়েছেন বিশ্বরেকর্ড। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করে অভিষেকেই দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন আব্বাস।

বাবা আজহার আব্বাস ৯০ এর দশকে খেলেছেন পাকিস্তানের হয়ে। ২০০৩ সালে লাহোরে জন্ম নেন আব্বাস। পরবর্তীতে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। এখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পান তিনি।

বিজ্ঞাপন

লিস্ট-এ ক্রিকেটে মাত্র ১৫ ম্যাচ খেলেই জাতীয় দলে সুযোগ পান আব্বাস। নেপিয়ারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করেন আব্বাস। ৩ ছক্কা ও ৩ চারে মাত্র ২৪ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে অভিষেকে এটি দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ২৬ বলে ৫২ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

আব্বাস ভেঙেছেন ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আলিক আথানেজের রেকর্ড। এই দুই ক্রিকেটার নিজেদের ওয়ানডে অভিষেকে ২৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।

নিউজিল্যান্ড নিজেদের ইনিংসে করেছে ৯ উইকেটে ৩৪৪ রান। সেঞ্চুরি তুলে নিয়েছেন মার্ক চ্যাপম্যান, তিনি করেন ১৩২ রান। জবাবে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ম্যাচে ৭৩ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।

সারাবাংলা/এফএম

অভিষেক দ্রুততম ফিফটি নিউজিল্যান্ড পাকিস্তান মুহাম্মদ আব্বাস