২ হাজার পরিবারকে ‘ঈদ উপহার’ দিলেন তারেক রহমান
৩১ মার্চ ২০২৫ ১০:৫৬
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বিগত ফ্যাসিস্ট আমলে গুম-খুন-আহত পরিবারের মাঝে সারাদেশে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। প্রায় ১০ বছর ধরে প্রতি রমজান মাসে এই ঈদ উপহার দেওয়া হয়।
রোববার (৩০) সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ঈদে সর্বোচ্চ সংখ্যাক প্রায় দুই হাজারের বেশি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের নেতারা ও দফতর সম্পাদকরা সারাদেশে উক্ত কাজে সহায়তা করেছেন।
সারাবাংলা/এফএন/ইআ