Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেফারিকে মারতে গিয়ে লাথি খেলেন কোচ!

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৫ ১০:৪০

কোচকে লাথি মারলেন রেফারি

রেফারির সঙ্গে কোচ, ফুটবলারদের দ্বন্দ্ব হরহামেশাই দেখা যায়। তবে রেফারির সঙ্গে মারামারি লেগেছে কোচের, এমন দৃশ্য খুব একটা দেখা যা না ফুটবল মাঠে। পেরুর ফুটবলে দেখা গেল এমনই এক অদ্ভুতুড়ে দৃশ্য। মাঠে তর্ক করতে এসে রেফারির লাথি খেয়েছেন কোচিং স্টাফের একজন সদস্য!

পেরু কাপে মুখোমুখি হয়েছিল স্পোর্ট হুয়াকিয়া ও মাগদালেনা। ম্যাচের শুরু থেকেই রেফারি লুইস আলেগ্রির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল মাগদালেনা দলের অনেকেই। তবে এসবে কানে তোলেননি আলেগ্রি।

বিজ্ঞাপন

ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল মাগদালেনা। এই সময়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায় মাগদালেনা দলের কোচিং স্টাফের একজনের। হাতে বোতল নিয়ে রেফারিকে মারতে মাঠে ঢুকে পড়েন তিনি।

অবস্থা বেগতিক দেখে রেফারি আলেগ্রি দৌড়ে দিয়ে আগেভাগেই ডান পায় দিয়ে ওই সদস্যের ঘাড়ে লাথি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান কোচিং স্টাফের ওই সদস্য।

এই ঘটনায় দুই দল ও রেফারিদের মধ্যে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে মাঠে পুলিশ এনে পরিস্থিতি সামাল দিতে হয়েছে কর্তৃপক্ষকে। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে।

সারাবাংলা/এফএম

কোচ পেরু রেফারি লাথি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর