Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার তিন স্কুলে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৫ ০৮:৩০ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১১:৩৮

গাজায় তিন স্কুলে হামলায় শিশুসহ আহত শতাধিক। ছবি:সংগৃহীত

গাজার তুহফা এলাকায় তিনটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই হামলা চালায় ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজা সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে শুধু দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল। ওই স্কুলটিতে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

তুহফা এলাকায় অবস্থিত ফাহাদ স্কুলে অন্য চার ব্যক্তি নিহত হন। এই স্কুলও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হতো।

তুহফা এলাকায় হামলার শিকার আরেক স্কুল শাবান আলরাইয়েস স্কুল। তবে সেখানে কতজন লোক হতাহত হয়েছেন তাৎক্ষণিক তা জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে। তবে তারা এটা স্পষ্ট করেনি যে, এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার সম্পর্ক কী।

সারাবাংলা/এসডব্লিউ

গাজায় ইসরায়েলের হামলা গাজার স্কুলে হামলা শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর