Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক বহনের অভিযোগে আটক কানাডা দলের অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৯:৫৪

বিমানবন্দরে আটক কিরটন

নামিবিয়া সফর শেষে কানাডা ক্রিকেট দল ফিরছিল নিজ দেশে। ঠিক এই সময় কানাডায় না গিয়ে জন্মভূমি বার্বাডোসে ফিরছিলেন কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কিরটন। আর বার্বাডোসে ফিরতে গিয়েই ফেঁসে গেছেন কিরটন। মাদক বহনের অভিযোগে তাকে আটক করেছে বিমানবন্দর পুলিশ।

বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর জিজ্ঞাসাবাদ করা হয় কিরটনকে।  জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের বিরুদ্ধে ৯ কেজি নিষিদ্ধ গাঁজা বহনের অভিযোগ তোলা হয়েছে।

বিজ্ঞাপন

অধিনায়কের এমন আটকের সংবাদে বেশ বিপাকে পড়েছে কানাডা ক্রিকেট বোর্ড। তবে অধিনায়কের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন তারা, ‘ক্রিকেট কানাডা তাদের দলের প্রত্যেক সদস্যকে অকুণ্ঠ সমর্থন দিতে প্রস্তুত। তারা গর্বের সঙ্গে আমাদের প্রতিনিধিত্ব করছে।’

কানাডার হয়ে ২১টি ওয়ানডে ও  ২৮টি টি-২০ খেলেছেন কিরটন। ওয়ানডেতে ৫১৪ রান এবং টি-টোযেন্টিতে ৬২৭ রান করেছেন তিনি। কানাডায় আসার আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ এবং বার্বাডোসের হয়ে খেলেছেন কিরটন।

এই মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নর্থ আমেরিকান কাপে অংশ নেবে কানাডা। সেখানে বাহামাস, কেমান দ্বীপপুঞ্জ, যুক্তরাষ্ট্রে বিপক্ষে খেলবেন তারা। এর ঠিক আগে অধিনায়কের এমন আটক বেশ বিপাকেই ফেলেছে দলকে। শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে কিরটন খেলতে পারবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

সারাবাংলা/এফএম

অধিনায়ক কানাডা ক্রিকেট দল নিকোলাস কিরটন মাদক বহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর