Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রহস্যজনকভাবে নিখোঁজ সেই গৃহবধূ প্রেমিকসহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৬:১৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:৫৮

পুলিশের অভিযানে উদ্ধার হওয়া গৃহবধূ আঁখি আক্তার ও তার প্রেমিক হাসান মাহমুদ

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধূ আঁখি আক্তারকে (৩০) তার প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ৪ দিন পর শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোঁজ হয়। নিখোঁজের পর ঘরের মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্ত পড়ে ছিল।

বিজ্ঞাপন

প্রেমিক হাসান মাহমুদ বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের ফজলু রহমানের ছেলে।

গৃহবধূর রহস্যজনক নিখোঁজের পর আখির স্বামী আলমগীরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঈদ উপলক্ষ্যে বাড়িতে মেহমান ছিলো। সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। মেহমান বেশি থাকায় স্বামী আলমগীর সিকদার তার তিন সন্তানের দুইজনকে নিয়ে তার ভাইয়ের ঘরে ঘুমান। আখি তার ননদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ননদ জেগে তাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন ঘরের পেছনের দরজা খোলা।

এ ঘটনায় নিখোঁজ গৃহবধূ আখির নবম শ্রেণির মাদরাসা পড়ুয়া ছেলে আসাদুল সিকদার ৯৯৯ এ কল দেয়। পরে পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পডুন-

বসতঘর থেকে গৃহবধূ নিখোঁজ, পরিবারের সন্দেহ হত্যা

রহস্যজনকভাবে গৃহবধূ নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

পরের দিন গৃহবধূর বাবা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেনসহ শ্বশুর বাড়ির ৯ জনের নামে মামলা দায়ের করেন। মামলার পরে স্বামী, দেবর, ননদ ও ভাগিনাসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূকে প্রেমিকসহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ৯ মাস আগে গৃহবধূ আঁখি আক্তারে ছোট বোনের সঙ্গে হাসান মাহমুদের বিয়ের কথা হয়। এক পর্যায়ে বিয়ে হবেনা বলে আঁখি তাকে মুঠোফোনে জানায়। এর পর থেকে তাদের মধ্যে একাধিকবার ফোনে কথা হয়। এতে হাসান ও গহবধূ আঁখির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন প্রেম করার পর মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে হাসান আঁখিকে নিয়ে যেতে কলাপাড়ায় আসেন। এর আগে সে আমতলীতে নিজের শরীর থেকে একব্যাগ রক্ত সংগ্রহ করে আঁখির স্বামীর বাড়িতে যায়। সেখানে আঁখি তার প্রেমিকের কাছ থেকে রক্ত নিয়ে ঘরের মেঝেসহ বাড়ির বিভিন্ন স্থানে ছিটিয়ে তিন সন্তানকে রেখে তার হাত ধরে পালিয়ে যান।

 এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক গৃহবধূ ও তার প্রেমিকের শাস্তির দাবি করেন এলাকাবাসী।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, আটক গৃহবধূ আঁখি আক্তার ও তার প্রেমিক হাসান মাহমুদকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসআর

কলাপাড়া গৃহবধূ প্রেমিকসহ উদ্ধার পটুয়াখালী রহস্যজনকভাবে নিখোঁজ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর