এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল, হবে আগের রুটিনেই
৬ এপ্রিল ২০২৫ ১৭:০৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:০৭
ঢাকা: আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সম্প্রতি সেই পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানিয়েছিল একদল পরীক্ষার্থী। সেই দাবি না মানলে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছিল ওই শিক্ষার্থীরা। তাদের এই দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা কর্মকর্তাদের পাশাপাশি অভিভাবকরাও বলছেন এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবি অযৌক্তিক। কোনো একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে শিক্ষার্থীদের উসকে দিচ্ছে বলে মনে করছে অভিভাবক ঐক্য পরিষদ।
এবারের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে একদল শিক্ষার্থীর পরীক্ষা পেছানোর দাবির প্রতি দ্বিমত জানিয়েছেন অভিভাবকরা। এ প্রসঙ্গে অভিভাবক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সারাবাংলাকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য উদ্দেশ্যমূলকভাবে কিছু শিক্ষার্থীকে এই ইস্যু নিয়ে মাঠে নামিয়েছে।’
তিনি বলেন, ‘পরীক্ষা পেছানো কোনোভাবেই ঠিক হবে না। আমাদের আগে পরীক্ষা হতো ফেব্রুয়ারি মাসে। সেটাকে পেছাতে পেছাতে নিয়ে আসা হয়েছে এপ্রিলে। আবার এসএসসি পরীক্ষা পেছালে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে হবে না। বিষয়টি মাথায় রাখা দরকার। আমরা চাই এই পরীক্ষাগুলো আরো এগিয়ে আনা হোক।’
এদিকে পরীক্ষা পেছোনার পক্ষে মত নেই শিক্ষা বোর্ডেরও। এরই মধ্যে শিক্ষা বোর্ড জানিয়েছে এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম কামাল উদ্দীন হায়দার গণমাধ্যমকে জানিয়েছেন, এরই মধ্যে পরীক্ষার প্রস্তুতিও শেষ। পরীক্ষা কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানোর কাজও শেষ পর্যায়ে। অতএব পরীক্ষা পেছানোর সুযোগ নেই।
উল্লেখ্য, ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এর পর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
সারাবাংলা/জেআর/পিটিএম