Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণসহ সাত বিষয়ে ইসির বৈঠক সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ২১:০৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ২৩:১৪

ঢাকা: ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বৈঠকে করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৬ এপ্রিল) সংস্থাটির উপসচিব মো. মাহবুব আলম শাহ এ সংক্রান্ত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা পুনরায় নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে অফিস আদেশে।

সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।

জানা গেছে, নতুন দল নিবন্ধনের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় দেওয়া হলেও এখনো কোনো দল আবেদন করেনি।

সারাবাংলা/এনএল/আরএস

নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর