Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গণহত্যা: গ্লোবাল স্ট্রাইকে চরমোনাই পীরের সমর্থন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ২২:৩৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ২৩:৫০

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ঢাকা: গাজায় গণহত্যার প্রতিবাদে ডাকা ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মূসচিতে পূর্ণ ও সক্রিয় সমর্থন জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার (৬ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি সমর্থনের কথা জানান।

মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘‘গাজায় ইজরাইল যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা কল্পনাতীত। এভাবে বোমাবর্ষণ করে মানুষ হত্যার নজীর মানব ইতিহাসে নাই। তার চেয়েও লজ্জাজনক বিষয় হল, মানবতার ধ্বজাধারী পশ্চিমা সরকারগুলো, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এবং আরব সরকারগুলো যে নীরব ভূমিকা পালন করছে, তা ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে।’’

তিনি বলেন, ‘‘ইসলামী আন্দোলন বাংলাদেশ এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে এবং আগামীতেও রাখবে। এরই অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) ইজরাইলি গণহত্যার বিরুদ্ধে আহুত ‘গ্লোবাল স্রাইক’ কর্মসূচির প্রতি পূর্ণ ও স্বক্রিয় সমর্থন জানাচ্ছি।’’

সোমবার সারাদেশে বাদ জোহর বিক্ষোভ মিছিলের পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সভা করে সচিত্র প্রতিবেদন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সারাবাংলা/এজেড/এসআর

ইসলামী আন্দোলন গাজায় গণহত্যার প্রতিবাদ গ্লোবাল স্ট্রাইক চরমোনাই পীরের সমর্থন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর