গাজায় গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১২:৫৩
৭ এপ্রিল ২০২৫ ১২:৫৩
পটুয়াখালী: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পটুয়াখালীর সর্বস্তরের মুসলিম জনতা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি পৌর শহরের সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ শেষে গাজাবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল কাদের।
সারাবাংলা/এসআর