Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদ, সারাদেশে সংহতি সমাবেশ

সারাবাংলা ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ১৭:১০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ২০:০৭

কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন

সারাবাংলা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন হচ্ছে। এর আগে রোববার (৬ এপ্রিল) সংহতি সমাবেশের আহ্বান জানিয়েছিলেন ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের একটি প্ল্যাটফর্ম। সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ…

রংপুর: গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও হামলার প্রতিবাদে রংপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সকাল ১১টায় নগরীর টাউন হল চত্ত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাদের হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রংপুরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। সমাবেশে অংশ নিয়ে একাধিক শিক্ষক শিক্ষার্থী জানান, তারা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। স্বাধীন ফিলিস্তিন চাই।

একইসঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

নাটোর: গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। সকাল সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলি সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান। এ ছাড়া গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।

খাগড়াছড়ি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বন্ধের দাবিতে জেলার ৯ উপজেলায় বিক্ষোভ প্রতিবাদ করেছে বিভিন্ন ইসলামি দল ও ধর্মপ্রাণ মুসলিমরা।

জেলার সদর উপজেলা, মাটিরাংগা, মানিকছড়ি, মহালছড়ি, দিঘিনালা, পানছড়ি, গুইমারা, রামগড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ বক্তারা ইসরায়েলি হামলা বন্ধ, ফিলিস্তিন ভূমি দখলের আগ্রাসন বন্ধ করার দাবির পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানান।

সুনামগঞ্জ: গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বয়কট করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, ইমাম মোয়াজ্জিন পরিষদসহ সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ।

দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে যোহরের নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে জেলার আলফাত স্কয়ার পয়েন্টে জড়ো হন সর্বস্তরের মানুষ, ইমাম মোয়াজ্জিন পরিষদ ও শিক্ষার্থীরা। পরে সেখানে সবাই একত্রিত হয়ে সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীরা সেখানে ইসরায়েলের পণ্য নষ্ট করেন।

সমাবেশে থাকা সর্বস্তরের মানুষ দাবি তুলেন, বাংলাদেশের সরকার আইন পাশের মাধ্যমে যাতে ইসরায়েলের সকল পণ্য বয়কট করেন। পাশাপাশি জেলা পর্যায়ের সকল সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার সকল ব্যবসায়ীরা যাতে এই দেশের পণ্য ব্যবহার না করে সমাবেশে বক্তারা সেই অনুরোধ জানান।

সিলেট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে সিলেটে বিক্ষোভ করেছে হাজার হাজার জনতা। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ।

দুপুর সাড়ে ৩ টার সময় সিলেট বন্দর বাজার থেকে শুরু করে মিরবক্সটুলার কেএফসি ব্রাঞ্চের সামনে জড়ো হয়ে প্রতিবাদ বিক্ষোভ ও কেএফসি ব্রাঞ্চ ভাঙচুর চালায় সাধারণ জনতা। এর আগে সকাল ১১ টার সময় কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দফায় দফায় দিনব্যাপী নগরের বিভিন্ন গলি থেকে প্রতিবাদ মিছিল বের করে তৌহীদি জনতা। মানববন্ধন করে বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।

বিক্ষোভে এসে পাক ভিউ মেডিকেল কলেজের নার্সিং শিক্ষার্থী ইব্রাহিম সারাবাংলাকে বলেন, মুসলিম প্রধান দেশের নেতা হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো উচিত। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ, যারা নিরীহ মুসলিমদের ওপর বছরের পর বছর হামলা চালিয়ে আসছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, আইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পঞ্চগড়: ফিলিস্তিনে ইজরাইলের বর্বর গণহত্যা ও গাজাবাসীর হরতালের সমর্থনে উত্তরের জেলা পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ ও মহাসড়ক সড়ক অবরোধ চলছে।

যোহরের নামাজে পরে পঞ্চগড় যুব সমাজ ও সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের ব্যানারে পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল শুরু হয় হয়ে পঞ্চগড় শেরে বাংলা চত্ত্বরে গিয়ে একত্রিত হয়। এতে পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন, সাধারণ মুসল্লিসহ বিভিন্ন মানুষ যুক্ত হন।

বিক্ষোভকারীরা জানান, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের ওপর যে নির্যাতন, অত্যাচার, জুলুম ও গণহত্যা বন্ধ বা হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

লালমনিরহাট: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি জনতার ডাকে গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় উপজেলার সর্বস্তরের মানুষের ডাকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে তুষভান্ডার সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে করে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা গজায় বিচারে গণহত্যা বন্ধের দাবি করেন এবং ইসরায়েলি পণ্য বর্জনের সবাইকে আহ্বান জানান, বাংলাদেশি জনগণের পক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখা অনুরোধ করেন। গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে তুষভান্ডার বাজারের সকল ব্যবসায়ী দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ইসরায়েলি আগ্রাসন ও গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সকল সচেতন ও বিবেকবান মানুষ। সকাল ১১ টায় বড়বাজার শহিদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে মানবতার শত্রু ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে এবং গাজার মুসলিমদের জীবন রক্ষা করতে হবে। এ ছাড়া ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

ভোলা: গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আহুত হরতালের সমর্থনে ভোলায় দিনভর বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২টার দিকে ভোলা শহরের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষে হয়। এর আগে সকাল ১০টার দিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বেল হয়। মিছিলটি ভোলা প্রেসক্লাব চত্বরে গিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন।

দুপুর ১২টার দিকে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছল বের করা হয়। মিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের হাটখোলা মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা গাজায় চলমান মুসলিম গণহত্যার বন্ধের দাবি জানিয়ে বলেন, ফিলিস্তিন বিশ্বের মুসলমানদের কাছে একটি পবিত্রস্থান। সেখানে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। কিন্তু ইসরায়েলি হায়নারা দীর্ঘ দিন ধরে সেখানকার মুসলমানদের ওপর বর্বরচিত হামলা চালিয়ে মুসলমানদের হত্যা করছে। তাদের এ হামলা থেকে নারী-শিশুসহ সেখানকার জরুরি সেবা দেওয়া সংস্থাগুলো বাদ যাচ্ছে না।

নরসিংদী: ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে উত্তাল নরসিংদীর সর্বসাধারণ। সকাল ১১টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসা প্রতিষ্ঠান, রাজনৈতিকদলসহ সর্বস্তরের জনগণ বিশ্ববাসীর সঙ্গে একযোগে প্রতিবাদে অংশ নেয়। এতে দীর্ঘ ১ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। আঞ্চলিক সড়কেও অবস্থান নিয়ে মিছিল করে শিক্ষক, শিক্ষার্থী, জনতা।

এ সময় ইসরায়েলবিরোধী স্লোগানে মুখরিত হয় পুরো শহর। বিক্ষোভে ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা, গাজা রক্ষার পাশাপাশি দাবি তোলা হয় গণহত্যার বিচারের।

নওগাঁ: ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে নওগাঁর সর্বস্তরের মানুষ।

এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্তত ১০টি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় সমাবেশগুলো থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।

সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’সহ নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

নীলফামারী: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-এর সঙ্গে একাত্মতা পোষণ করে নীলফামারীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলায় সর্বস্তরের মুসলিম জনতা রাস্তায় নেমে আসেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।

মিছিলে অংশ নেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নারী শিক্ষার্থীদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় একই কর্মসূচি।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে গুলি ও বোমা বর্ষণ করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি সমস্ত পশ্চিমা পণ্য আজ থেকে বয়কোটের ঘোষণা করা হয় এই সমাবেশ থেকে।

কিশোরগঞ্জ: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানায় তৌহিদী জনতা। বাদ জোহর ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গন থেকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

খুলনা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ‘মার্চ ফর প্যালেস্টাইন’ অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ হত্যার শিকার হচ্ছে। তাদের বর্বরতা থেকে নারী-শিশু কেউ রেহাই পাচ্ছে না। অনবরত বোমার আঘাতের মসজিদ-মাদরাসা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ বিশ্ব মানবতা তার দিকে কোনো নজর দিচ্ছে না। তাদের নিরব ভূমিকার কারণে প্রতিনিয়ত হামলার মাত্রা তীব্র হচ্ছে।

সমাবেশে আরও বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, বছরের পর বছর ইসরায়েলের হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনের নিরীহ মানুষরা। অথচ বিশ্ব মোড়ল তথা পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই বর্বরতাকে সমর্থন দিয়ে যাচ্ছে। যেসকল শিক্ষার্থীরা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে কিংবা সমর্থন দিচ্ছে, তাদের ভিসা বাতিল করছে। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত জনগণের পক্ষে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

ইবি: ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সকাল ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে তারা মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এই মিছিলে প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম অস্ত্র ধর, ফিলিস্তিন স্বাধীন কর’, ‘ইজরাইল ইজরাইল, সন্ত্রাসী সন্ত্রাসী’, বয়কট বয়কট, ইজরাইল বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেয়।

পিবিপ্রবি: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন।

সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ রাখা হয়। এ ছাড়া এদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে পিবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যা অনতিবিলম্বে বন্ধের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আমরা ফিলিস্তিনের সাধারণ জনগণ, নারী ও শিশুদের ওপর ইসরায়েলের এমন বর্বর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গত ১৮ মাসে প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে নারী ও শিশু থেকে শুরু করে অনেক নবজাতকও প্রাণ হারিয়েছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রায় ১৮ হাজার শিশু নিহত হয়েছে এবং প্রায় ৩৮ হাজার শিশু তাদের বাবা-মা হারিয়েছে। ইসরায়েল একটা জাতিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু এমন বর্বর হত্যাযজ্ঞের পরও বিশ্ববাসী নীরব। আমরা আজকের এই মানববন্ধন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।

তিনি আরও বলেন, এই নির্মম হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ না করলে একদিন বিশ্ব মানবতার কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। আপনারা দেশ ও জাতির শত্রু হিসেবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হবেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিন বক্তব্য রাখেন। তারা অনতিবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের আসিফ আকতার বক্তব্য দেন।

সাতক্ষীরা: গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট কর্মসূচি পালন করেছে উপকূলীয় যুবরা।

উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ যমুনা শ্রীম্প হ্যাচারির সামনে গিয়ে ধর্মঘটে যোগ দেয়। শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সহযোগিতায় এই ধর্মঘটের আয়োজন করে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘বন্ধ হোক, বন্ধ হোক; গাজায় গণহত্যা বন্ধ হোক’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’, ‘স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক’, ’উই ওয়ান্ট জাস্টিস, প্যালেস্টাইন জাস্টিস’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘মার্চ ফর প্যালেস্টাইন’ ইত্যাদি স্লোগান দেন।

ময়মনসিংহ: গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় ইসরায়েলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

যশোর: রাফায় নির্মম গণহত্যা, ফিলিস্তিনে চলমান নিষ্ঠুরতম অমানবিক আগ্রাসনের প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের ছাত্র-জনতা। ফিলিস্তিনি নারী শিশুদের ওপর সংগঠিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে স্মরণকালের বৃহৎ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের পদ যাত্রায় প্রকম্পিত হয়েছে যশোরের রাজপথ।

এ সময় আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন অংশগ্রহণকারীরা। সকাল ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান। পরে যশোরে স্মরণকালের এক বৃহৎ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘ইসরাইল নিপাথ যাক’- এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর।

নোয়াখালী: গাজায় ইসরাইয়েলের বর্বরতা বন্ধের দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার নেতৃত্বে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নড়াইল: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নড়াইল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি নড়াইল শহরের চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। পরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এবং ইসরায়েলের সকল পণ্য বয়কটের ডাক দেন।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল গাঁজা গাজা-ইসরায়েল সংঘাত গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন মার্চ ফর প্যালেস্টাইন