Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিঠির ইতিবাচক প্রভাব পড়বে: বাণিজ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৪:১৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৪:৫৬

বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন – (ফাইল ছবি)

ঢাকা: যুক্তরাষ্ট্র প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে, এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্বি-পাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের মূল বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। আমরা ওটার ওপরেই কাজ করছি।

যুক্তরাষ্ট্রে পাঠানো চিঠির কোনো রেসপন্স পেয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, না, এখনো কোনো রেসপন্স পাইনি।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সাধারণ মানুষের মনে যে শঙ্কা তৈরি হয়েছে, এটা কীভাবে সামাল দেওয়ার মেকানিজম কী হবে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের মূল বিষয় হচ্ছে- বাণিজ্য ঘাটতি কমানো। আমরা ওটার ওপরেই কাজ করছি। বিভিন্ন রকমের বিশ্লেষণ করছি যে, কী কী পণ্য দিয়ে আমরা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারি। আসলে এটা অতি পরিবর্তনশীল একটা বিষয়।

তিনি বলেন, গতকাল আমেরিকান প্রশাসন বলেছে যে, চায়নিজ… ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরও ৫০ শতাংশ দিতে পারে। এ ধরনের পরিবর্তনশীল অবস্থায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া জটিল।

১০০ পণ্য জিরো ট্যারিফ করা হবে, এতে কোনো পজিটিভ ইমপ্যাক্ট পড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, অবশ্যই, আমরা আশা করছি বলেই তো এই পরিশ্রম করছি। আমরা নির্ণয় করার চেষ্টা করছি- কী কী ভাবে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন