Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২০:১৫

গ্রেফতার ব্যক্তিরা।

কুমিল্লা: কুমিল্লা নগরীর কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

এরআগে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল থেকে কেএফসিতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভবনের দ্বিতীয় তলায় উঠে রেস্টুরেন্টের কাঁচ ভাঙচুর করে এবং নিচ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে ক্ষয়ক্ষতি করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, জেলা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাফায়াত (২৭)। নগরী কাপ্তান বাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১) ও নগরীর শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে আসলাম (২১)।

পুলিশ আরও জানায়, শুধুমাত্র কুমিল্লা নয়, দেশজুড়ে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, ‘কেএফসিতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর কুমিল্লা নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা তিনজনকে আটক করেছি বাকিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এমপি

কেএফসি গ্রেফতার ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর