Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

প্রতীকী ছবি

খুলনা: খুলনার রূপসায় মাদক সেবনের প্রতিবাদ করায় তিন যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের মাছুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাছুয়াডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির শেখ (২৯), নুর ইসলামের ছেলে তারেক শেখ (৪২) এবং আমদাবাদের আলামিন শেখের ছেলে ইয়াকুব হোসেন রিয়াল (২৩)।

স্থানীয়রা জানান, মাছুয়াডাঙ্গা এবং আমদাবাদ গ্রামের কতিপয় যুবক মাছুয়াডাঙ্গার কালামের বাড়ির কাছে মাদক সেবন করছিল। এ সময় মনির শেখ এবং তারেক শেখসহ কয়েকজন যুবক তাদেরকে ধাওয়া করে। পরে এসে দলবদ্ধ দুর্বৃত্তরা তাদের অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তী সময়ে তারেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। আমাদের পুলিশের অভিযান অব্যাহত আছে।’

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে জখম খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর