Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল ২০২৫
বাংলাদেশের যে চ্যানেলে দেখা যাবে পিএসএলের খেলা

স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২৫ ১০:২৫

এবারের পিএসএলে খেলবেন লিটন-রিশাদ-নাহিদ

পিএসএল শুরু হতে বাকি আর মাত্র দুদিন। এবারের আসরে খেলবেন বাংলাদেশের তিনজন ক্রিকেটারও। আর এতেই পিএসএলকে ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা। চলুন দেখে নেওয়া যাক কোথায় দেখা যাবে এবারের পিএসএলের ম্যাচগুলো।

বাংলাদেশ থেকে এবার পিএসএল খেলতে যাচ্ছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই তিনজনের কারণেই মূলত পিএসএলে চোখ থাকবে সবার। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে সম্প্রচারের চ্যানেলের তালিকা প্রকাশ করেছে পিসিবি। সেখানে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্যও আছে সুখবর।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে পিএসএলের খেলা দেখা যাবে টি স্পোর্টসে। পাকিস্তানে খেলা দেখাবে এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। এই দুই চ্যানেলে ইংরেজি ও উর্দুতে দেখা যাবে খেলা। এছাড়াও পাকিস্তানে অনলাইন স্ট্রিমিং করবে ওয়ালে টেকনোলজিস। তাপমাদ, তামাশা, দারাজ, মাইকো ও বিগিনেও দেখা যাবে পিএসএলের খেলা। ট্রান্সগ্রুপ পিএসএলের সম্প্রচার সত্ত্ব কেনার পর সেটা বিক্রি করেছে এসব প্রতিষ্ঠানের কাছে।

যুক্তরাজ্যে পিএসএল দেখা যাবে স্কাই স্পোর্টস ও জিওতে। উত্তর আমেরিকায় খেলা দেখাবে উইলো টিভি। আফ্রিকা অঞ্চলে খেলা দেখাবে সুপারস্পোর্ট। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় খেলা দেখাবে মাইকো।

ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে খেলা দেখাবে সনি টিভি। বিশ্বের বাকি অঞ্চলে খেলা সম্প্রচার করবে স্পোর্টস সেন্ট্রাল।

আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ও লাহোরের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের পিএসএলের। লাহোরে টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ মে।

সারাবাংলা/এফএম

নাহিদ রানা পিএসএল ২০২৫ রিশাদ হোসেন লিটন দাস

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর