Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১২:০৯

মরদেহ দেখতে উৎসুক জনতার ভীড়।

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা মহাসড়কের পাশে জাহিদুল মোল্লা (৫৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলার ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামকস্থানে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে আসলে গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা/এমপি

কাঠ ব্যবসায়ী গলাকাটা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর