Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৩.৯ শতাংশ: এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৪:০৬ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

ঢাকা: চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন বা নতুন করে পর্যালোচনা করেছে আন্তর্জাতিক দাতাসংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংশোধিত পূর্বাভাসে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার সামান্য কমিয়ে ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এর এপ্রিল সংস্করণে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর আগে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৩ শতাংশ হবে- এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বাংলাদেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আগের পূর্বাভাস সংশোধন করা হয়েছে জানিয়ে এডিবি বলেছে, তবে আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রাক্কলনের কথা উল্লেখ করে এডিবি পূর্বাভাসের এপ্রিল সংস্করণে বলা হয়েছে, এ সময়ে অর্থনীতি ধীর গতিতে প্রসারিত হয়েছে।

এতে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক বিক্ষোভ, উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলেছে।

তবে উৎপাদন খাত স্থিতিশীল হওয়ায় পরবর্তী প্রান্তিকে প্রবৃদ্ধি বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এডিবি’র প্রতিবেদনে।

সারাবাংলা/আরএস

এডিবি জিডিপি প্রবৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর