নোয়াখালীতে বিশ্ব জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত
১১ এপ্রিল ২০২৫ ১২:৪৫
নোয়াখালী: ‘আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না’ স্লোগানে নোয়াখালীতে বিশ্ব জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ, নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও এর উদ্যোগে ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় এ ধর্মঘট অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ধর্মঘট পালিত হয়। এ সময় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকেরা একাত্মতা জানিয়ে ধর্মঘটে অংশগ্রহন করে।
এ সময় বক্তব্য রাখেন, এসএইচবিও এর নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা, সাধারণ সম্পাদক রাহুল মুক্তাদির রিদম, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশনের সভাপতি ফখরুল ইসলাম নীরব, টিম অব ভলেন্টিয়ারের সাংগঠনিক সম্পাদক সুলতানুর আরেফিন, পরিচ্ছন্ন নোয়াখালীর সহ-সমন্বয়ক আল শাহরিয়ার নাজিমসহ অনেকে।
বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানীর কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যা দ্রুত জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব বিস্তার করছে। কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন খাত প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে, তার ফলে বৈশ্বিক উষ্ণতা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সাথে পশ্চিমা বিশ্বের সম্পদশালী দেশগুলো জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বাড়াচ্ছে। তাদের পুজিবাদী মনোভাব দিন দিন পুরো বিশ্বকে ধ্বংস করছে। ধর্মঘটে অংশগ্রহণকারীরা জলবায়ু সুবিচারের দাবি জানান।
এসএইচবিও’র নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা বলেন, ধনী দেশগুলোর বিলাসিতার বলি হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো। সুতরাং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ করতে হবে। সর্বোচ্চ কার্বণ নির্গমনকারী আর্থিক প্রতিষ্ঠান ও দেশগুলোর কাছে অবিলম্বে জীবাশ্ম-তহবিল বন্ধ করাসহ জলবায়ু সংকটের কারণে ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলির জন্য জলবায়ু ক্ষতিপূরণে অর্থায়ন বৃদ্ধি ও নিশ্চিত করার দাবি জানান।
সারাবাংলা/এনজে