আর্টেমিস চুক্তিতে সই, বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
১১ এপ্রিল ২০২৫ ২১:৩০ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২৩:৫৮
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি সই করেছে বাংলাদেশ। এ চুক্তি সই করায় দেশ হিসেবে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তাবিষয়ক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ড এ সই করে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে এতে যোগ দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও শান্তিপূর্ণ ব্যবহারের বৈশ্বিক প্রচেষ্টায় নতুন অধ্যায় সূচিত করল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। আর এই চুক্তি সইয়ের মাধ্যমে আমরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করছি।
সারাবাংলা/এইচআই