নোয়াখালীতে ট্রাক্টরচাপায় ৪র্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
১২ এপ্রিল ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ০৯:৪২
নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় ফসলি জমির মাটিবাহী ট্রাক্টরচাপায় আশরাফুল আলম (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলেরচরি টু মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম উপজেলার একই ইউনিয়নের মধ্য মোহাম্মদপুর গ্রামের টিবরা বাড়ির মো. মনির হোসেনের ছেলে ও স্থানীয় জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাতে আশরাফুল তার বাবার সাথে স্থানীয় কেজি স্কুল মার্কেটে যায়। ওই মার্কেট থেকে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, পরে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/এনজে