Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৪:৩১

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৯ টার দিকে নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী কবরস্থান মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ঢাকার কামরাঙ্গীরচর যাওলা গ্রামের মোহন ব্যাপারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময়ে একটি ইট বোঝাই ট্রলি শিশু মুকরিমা বিনতে মোহনকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনজে

ট্রলির ধাক্কা মৃত্যু শিশু

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর