Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা-ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ, আ.লীগ নেতার বিচারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৮:১৯

বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা

টাঙ্গাইল: আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের জমি দখল ও চাঁদাবাজি প্রতিবাদ করায় স্থানীয় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে লক্ষিন্দর ইউনিয়নের বাঘারা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার (৬ এপ্রিল) হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মানববন্ধনে স্থানীয়রা ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাফর আলী ও তার সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার ও বিচারের দাবি জানান।

স্থানীয়রা জানায়, বাঘারা গ্রামসহ পুরো লক্ষিন্দর ইউনিয়নের সাধারণ মানুষ গত প্রায় ১৬ বছর ধরে জিম্মি অবস্থায় রয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলীর ও তার সন্ত্রাসী বাহিনীর কাছে। এলাকায় জমি দখল, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে।

তারা আরও জানান, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও লক্ষিন্দর ইউনিয়ন এখনো আওয়ামী লীগের দখলে রয়েছে। সন্ত্রাসীরা এখনো সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করায় গত রোববার বিকেলে স্থানীয় বাজারের রুহুল আমিন নামে এক ব্যবসায়ী ও তার ৮ বছরের ছেলে রুহানিকে কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রুহুল আমিনের ভাই হামিদুল ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানা একটি মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ জাফর আলী ও তার তিন ছেলেসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

বক্তারা মানববন্ধনে বলেন, অজ্ঞাত কারণে আসামিরা এখনো গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে। দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ভয় ভীতি দেখাচ্ছে। এর সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ টাঙ্গাইল বাবা-ছেলে আহত বিচারের দাবি হামলা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর