ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি থাকতে পারে পহেলা বৈশাখেও
১৩ এপ্রিল ২০২৫ ০৯:৫৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৪
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে এবং তা পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিলও অব্যাহত থাকতে পারে। সকাল থেকে রোদের দেখা নেই ঢাকায়। সকাল থেকে হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
রোববার (১৩ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় কমতে পারে তাপমাত্রা। তাই দিনটি স্বস্তিরই কাটতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা পূর্বাভাস প্রতিবেদন বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসম সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃষ্টি হতে পারে সোমবারও (১৪ এপ্রিল)। এদিন পহেলা বৈশাখ। এদিনের পূর্বাভাস বলছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর মঙ্গলবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টি হতে পারে বুধবারও।
অর্থাৎ সপ্তাহ জুড়েই বৃষ্টির প্রবণতা থাকছে।
সারাবাংলা/জেআর/এমপি