আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
১৫ এপ্রিল ২০২৫ ১১:৫৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৬
ঢাকা: মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান সই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের আলিম পরীক্ষার পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বিলম্ব ফিসহ আগামী ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলো। আর জমা দেওয়ার শেষ সময় ২২ মার্চ পুনঃনির্ধারণ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
এর আগে, ৯ মার্চ আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আলিম পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন।
সারাবাংলা/এনএল/ইআ