Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৮:০৫

ফরিদপুরে একটি জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটে।

ফরিদপুর : ফরিদপুরে একটি জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে অগ্নিকান্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে অবস্থিত ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড ওরফে কামাল সাহেবের মিল নামে পরিচিত জুট মিলের অভ্যন্তরে হঠাৎ করেই আগুন দেখতে পায় শ্রমিকরা। মিলের ভিতরে দ্রুত ছড়িয়ে পরে আগুন।

বিজ্ঞাপন

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, কানাইপুরে পাটের মিলে আগুন লাগার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও মধুখালী থেকে একটি ইউনিটের সদস্যরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মিলটিতে দীর্ঘদিন ধরে পাটের সুতা তৈরি করা হয়। আগুনে বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। জুট মিলের মালিক পক্ষের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমান বের করা হবেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমপি

আগুন ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর