Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি কর্মচারীদের পরতে হবে নির্ধারিত পোশাক, অমান্যে শাস্তি

চবি করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ২২:১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নির্দেশ অমান্য করলে তাদের পোশাক-পরিচ্ছদ ভাতা কাটাসহ প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত যে সকল কর্মচারী পোশাক-পরিচ্ছদভাতা পেয়ে থাকেন, তাদের আগামী ২০ এপ্রিল (রোববার ) থেকে স্ব স্ব পদের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ পোশাক-পরিচ্ছদ পরিধান করে অফিসে উপস্থিত হতে হবে। অফিসে অবস্থান এবং দায়িত্ব পালনকালেও আবশ্যিকভাবে পূর্ণাঙ্গ পোশাক-পরিচ্ছদ পরিধান অবস্থায় থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

এ অফিস আদেশ অমান্যকারীদের প্রাপ্ত পোশাক-পরিচ্ছদ ভাতা কেটে নেওয়া হবে এবং যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা চলতি বছরে ওই ভাতা পাননি, তারাও নিজ খরচে উল্লিখিত তারিখের আগে নির্ধারিত রং ও ডিজাইনে নিজ নিজ পোশাক-পরিচ্ছদ তৈরির পরামর্শ দেওয়া হলো। পোশাকের ধরণ ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোর থেকে জানা যাবে।

সারাবাংলা/এমআর/পিটিএম

চবি কর্মচারী টপ নিউজ নির্ধারিত পোশাক