Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৯:১৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২২:৪৪

আদায়ে এবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ঢাকা: ৬ দফা দাবি আদায়ে এবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, কারিগরির সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।

বিকেল পৌনে ৩টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে এসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন পলিটেকনিকের শিক্ষার্থীদের বলেন, ‘এ দাবি যৌক্তিক দাবি। এ দাবির সঙ্গে আমরা একমত। প্রত্যেকটা দাবি ইনশাআল্লাহ পূরণ করা হবেই। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আমরা সেটা করতেছি।’
কিন্তু এ সময় তাৎক্ষণিক দাবি আদায় এবং লিখিত চেয়ে ডিজির বক্তব্যের সঙ্গে তারা অপরাগতা জানান। পরে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।

এদিন, সকালে সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তার সড়কগুলোতে বন্ধ করে অবরোধ করতে থাকে শিক্ষার্থীরা। এসময় সড়কগুলো বাঁশ বেঁধে রাখতে দেখা যায়। ফলে তীব্র যানজটের দুর্ভোগে স্থবির হয়ে পড়ে সাধারণ মানুষের জনজীবন।

কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি হলো-

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

বিজ্ঞাপন

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপন্সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে” কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মানাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রেলপথ অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর