Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
বায়ার্নকে বিদায় করে সেমিতে ইন্টার

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ০৯:৩৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১২:৪৭

গোলের পর মার্টিনেজের বুনো উদযাপন

বায়ার্ন মিউনিখের মাঠে ২-১ গোলের জয়ে প্রথম লেগ শেষে বেশ স্বস্তিতে ছিলেন তারা। সান সিরোতে দ্বিতীয় লেগের লড়াইটা হলো সমানে সমান। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে বায়ার্নের সঙ্গে ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে সেমিতে পৌঁছে গেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

সান সিরোর প্রথম ৪৫ মিনিটে দুই দলের কেউই তেমন সুবিধা করতে পারেনি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান হ্যারি কেইন। গোরেটজকার অ্যাসিস্টে গোল করে উল্লাসে মাতেন এই ইংলিশ স্ট্রাইকার। দুই লেগ মিলিয়ে তখন ম্যাচে ২-২ এ সমতা।

বিজ্ঞাপন

বায়ার্ন অবশ্য এই লিড ধরে রাখতে পারেনি ৬ মিনিটও। ৫৮ মিনিটে দারুণ এক শটে বল জালে জড়িয়ে ইন্টারকে আবার এগিয়ে দেন প্রথম লেগের নায়ক লাউতারো মার্টিনেজ। তিন মিনিট পরেই ব্যবধান বাড়ায় ইন্টার। বেঞ্জামিন পাভার গোলে ম্যাচে ২-১ ও অ্যাগ্রিগেটে ৫-৩ গোলে এগিয়ে যায় ইন্টার।

দুই গোলে পিছিয়ে পরেও হাল ছাড়েনই বায়ার্ন। ৭৬ মিনিটে গোল করে লড়াই আবার জমিয়ে তোলেন এরিক ডায়ার। শেষ পর্যন্ত আর অ্যাগ্রিগেটে সমতা ফেরাতে পারেন বায়ার্ন। ম্যাচ ২-২ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে পিউছে যায় ইন্টার।

সেমিতে ইন্টারের প্রতিপক্ষ বার্সেলোনা। ১ মে অলিম্পক স্টেডিয়ামে সেমির প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এফএম

ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর