Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১২:১৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১২:১৭

মরদেহ। প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, গত রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, বাড়ির পাশ থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে

গৃহবধূ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর