Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার্ভার্ডকে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ১৩:১৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৬:৩০

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি দিয়েছে। বিশ্ববিদ্যালয়টি ট্রাম্প প্রশাসনের দাবির কাছে নতি স্বীকারে অস্বীকৃতি জানালে এই হুমকি আসে।

হোয়াইট হাউস দাবি করেছে, হার্ভার্ডকে তাদের নিয়োগ, ভর্তি এবং পাঠদানের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে, যা ক্যাম্পাসে ইহুদিবিরোধিতার বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘হার্ভার্ড এখন আর সম্মানজনক শিক্ষাপ্রতিষ্ঠান নয়। এটি এখন ঘৃণা ও মূর্খতা শেখায়। এটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে বাদ পড়া উচিত এবং আর কোনো ফেডারেল তহবিল পাওয়া উচিত নয়।’

উল্লেখ্য, বর্তমানে হার্ভার্ডের মোট শিক্ষার্থীর ২৭ শতাংশের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী।

বুধবার (১৬ এপ্রিল) মার্কিন স্বরাষ্ট্রসচিব ক্রিস্টি নোম হার্ভার্ডকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে বলেন, ‘প্রতিষ্ঠানটি ইহুদিবিরোধিতার কাছে আত্মসমর্পণ করেছে।’ তিনি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসাধারীদের অবৈধ ও সহিংস কার্যকলাপের নথিপত্রও চেয়েছেন।

হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে পাঠানো এক বার্তায় বলেন, ‘বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ত্যাগ করবে না, এবং সাংবিধানিক অধিকার থেকে সরে আসবে না।’

বর্তমানে হার্ভার্ডের জন্য বিপুল পরিমাণ অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে ২ দশমিক ২ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল স্থগিত করেছে। ট্রাম্প আরও হুমকি দিয়েছেন, বিশ্ববিদ্যালয়টির একটি গুরুত্বপূর্ণ কর-ছাড় সুবিধাও বাতিল করবেন, যার ফলে প্রতিবছর কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়তে পারে হার্ভার্ড।

বিজ্ঞাপন

এই আক্রমণ শুধুমাত্র হার্ভার্ডের ওপর সীমাবদ্ধ নয়। নির্বাচনি প্রচারে ট্রাম্প বারবার বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন এবং কনজারভেটিভ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ এনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও একাডেমিক স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সারাবাংলা/এনজে

ট্রাম্প বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হুমকি

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর